Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে গোনা ইউনিয়ন

আমাদের ইউনিয়নের নাম গোনা।এটি রানীনগর উপজেলার  দক্ষিণ দিকের সর্বশেষ ইউনিয়ন।এই ইউনিয়নকে তিনদিক দিয়ে ঘিরে রেখেছে নওগাঁ,মান্দা ও আত্রাই উপজেলার তিনটিইউনিয়ন। এছাড়া আত্রাই ও ছোট যমুনা নদী এই ইউনিয়নের যথাক্রমে উত্তর ওপূর্বদিক দিয়ে প্রবাহমান । আয়তন ও জনসংখ্যার দিক দিয়েও এই ইউনিয়নে রানীনগরউপজেলার ০৮ টি ইউনিয়নের মধ্যে অন্যতম।ইউনিয়নের মোট আয়তন ২৫.০১বর্গ কিলোমিটারও মোট জনসংখ্যা১৯৪৭৪জন।  মোট জনসংখ্যার শতকরা ৯০ ভাগের বেশি মুসলিম ধর্মালম্বী।অনেক মুক্তিযোদ্ধাও এই এলাকারসন্তান।এই ইউনিয়ন দুইফসলী এলাকা হিসেবে পরিচিত। প্রধান ফসল ধান । এছাড়াওগম,সরিষা,আলু ও বিভিন্ন ধরনের শাকসবজি এখানে উৎপন্ন হয়। আমাদের ইউনিয়নেরশিক্ষাথীরা অতীত থেকে বতর্মান  অবধি নিয়মিতভাবে পড়াশুনায় কৃতিত্ব দেখিয়েআসছে। এখানকার শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের কল্যাণে নিবেদিতপ্রাণ । এলাকার অনেকে সরকারী ও বেসরকারীপর্যায়ে উচ্চপদ অলকৃত করে আছেন। এলাকার বেশিরভাগ লোক কৃষিকাজ করে জীবন ধারনকরলেও অন্যান্য ইউনিয়নের চাইতে এই এলাকায় চাকুরীজীবিদের সংখ্যাবেশি।শান্তিপ্রিয় এলাকা হিসেবে এই ইউনিয়নের বেশ সুনাম আছে।